বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খালিফায় প্রদর্শিত হল বাংলাদেশের মোশাররফ সহ ৮ কোভিড ফ্রন্টলাইন হিরোর ছবি

শেয়ার করুন          বাংলাদেশের একজন রেমিট্যান্স সৈনিক কুমিল্লার মোশাররফ হোসেন শহীদ (৩৮) কোভিড যুদ্ধে আমিরাত সরকারের ফ্রন্টলাইন হিরো’র স্বীকৃতি পেয়েছেন। বৃহস্পতিবার ঘড়ির কাঁটা স্থানীয় সময় রাত ১২-০০টার ঘর ছুঁতেই কোভিড অতিমারির বিরূদ্ধে যুদ্ধরত লক্ষাধিক ফ্রন্টলাইনার হতে নির্বাচিত ৮ জন ফ্রন্টলাইন হিরোর ছবি ভেসে উঠল বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খালিফার গায়ে। এই আইকনিক গ্লোবাল ল্যান্ডমার্কের গায়ে ভেসে ওঠা ফ্রন্টলাইন হিরোদের মধ্যে চার নম্বরে ছিলেন বাংলাদেশের মোশাররফ। আর এই অর্জনে আমিরাতে কর্মরত ৮ লক্ষ বাংলাদেশীর হৃদয় হল আনন্দে উদ্বেল।  শুক্রবার রাতে তাঁর দুবাই সোনাপুরের মিউনিসিপালিটি অ্যাকোমোডেশান থেকে এ ব্যাপারে মোশাররফ তাঁর প্রতিক্রিয়া জানাতে যেয়ে … Continue reading বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খালিফায় প্রদর্শিত হল বাংলাদেশের মোশাররফ সহ ৮ কোভিড ফ্রন্টলাইন হিরোর ছবি